ঝিনাইদহে ভুয়া ডিবি পুলিশ আটক

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পিতা পুত্রকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকালে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল পৌর এলাকার মজুন্দার পাড়ার সুশান্ত কুমার দাস(৫০) ও তার ছেলে শুভ দাস (২২)।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সোমবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের জনৈক দুই ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে এনে উপজেলা শহরের কবিরপুর মোড়ের শিশু ক্লিনিকে নিয়ে যায়।পরে তাদের কাছ থেকে টাকা-পয়সা লুটে নিয়ে ছেড়ে দেয়। ভুক্তভোগীরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ অভিযান শুরু করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওইদিন বিকালে উপজেলা শহর থেকে শুভ দাস ও সুশান্ত দাসকে আটক করে পুলিশ।
শৈলকুপা থানার ওসি আয়ূবুর রহমান জানান, ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।