টপ লিডদেখা-অদেখামহেশপুর

ঝিনাইদহ মহেশপুরের বেলেমাঠ বাজার

#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে মহেশপুরর পৌরসভার নিকটবর্তী বাজারটির নাম বেলেমাঠ বাজার।

জানা যায়, এ বাজারটি মান্দারবাড়িয়া ইউনিয়নের মহেশপুর- চৌগাছা সড়কে অবস্থিত।

এখানে অতিরিক্ত বালির কারনে জায়হাটি নাম বেলেমাঠ। ১৯৮৪ সালে এখানে দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠা করা হয়। বসানো হয় বাজার। বেলেমাঠের সাথে বাজার নামটি সংযুক্ত করে নামকরণ করা হয় বেলেমাঠ বাজার।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তবে ১৯৯৮/৯৯ সাল থেকে বাজরটি জমতে থাকে।

বাজরের প্রথম কাপড় ব্যবসায়ি রাহেন উদ্দিন বলেন, এখানকার জমিগুলোতে অতিরিক্ত বালু। অনেক আগে কোন ফসল করা সম্ভব হতনা। শিয়াল আর পোকার বসবাসর ছিল বেশি পরিমানে। বর্তমানে বাজারে বেশ কয়েকজন বড় ব্যবসায়ি আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button