ঝিনাইদহের তরুন্যদীপ্ত সাংবাদিকের জন্মদিন
শুভ জন্মদিন!!! তারুণ্যদীপ্ত সাংবাদিক, সংবাদ এর পিছনে যার অবিরাম ছুটে চলা, নেশা,পেশা যার সাংবাদিকতা। সেই ৩৫ বছরের আজন্ম তরুন! ডিবিসি নিউজ টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন এর আজ শুভ জন্মদিন। জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন।
আব্দুর রহমান মিল্টন শৈলকুপার মনোহরপুর গ্রামের সন্তান। পিতা বীরমুক্তিযোদ্ধা প্রয়াত মিয়া আব্দুর রাজ্জাক। দুই দশক ধরে তিনি সাংবাদিকতার সাথে জড়িত। যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক গ্রামের কাগজ’ তার সাংবাদিকতার খ্যাতি এনে দেয়। পরে ‘দৈনিক ভোরের কাগজ’ এর জেলা প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। দেশ টিভির মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতা শুরু। কয়েক বছর পর সংবাদ ভিত্তিক চ্যানেল , চ্যানেল 24 এর জেলা প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব নিয়োগ প্রাপ্ত হন।
দ্বায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে ডিবিসি নিউজ টিভি’ র জেলা প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ জেলার যেখানে সংবাদ, সেখানেই আব্দুর রহমান মিল্টন।
তারুণ্যদীপ্ত সংবাদকর্মি আব্দুর রহমান মিল্টন এর শুভ জন্মদিনে, নিরন্তর শুভকামনা। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।