ক্যাম্পাসঝিনাইদহ সদর

বিরল ইতিহাসের জন্ম দিল ঝিনাইদহের রেক্সোনা

কামরুজ্জামান লিটন

শিক্ষার কোন বয়স নেই আবার প্রমানিত হল। ঝিনাইদহের পবহাটি গ্রামের জে জে ইন্টারন্যাশনাল স্কুলের প্লে ক্লাসের ছাত্রী রেক্সোনা খাতুন (৪৭) স্বামী ফুকুর আলী গ্রাম পবহাটি, ঝিনাইদহ। সে প্লে ক্লাসে ভর্তি হয়ে এবার ঝিনাইদহ জেলার বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোশিয়েশান বৃত্তি ২০১৮ পরিক্ষা দিচ্ছেন। একথা জানা জানি হলে তাকে দেখার জন্য সিটি কলেজ মাঠে জন সাধারন ভিড় করেন।

রেক্সোনা নিকট জানতে চাই আপনি এ বয়সে কেন স্কুলে ভর্তি হলেন তিনি বলেন লেখা পড়া জানিনে বলে। সকলের কাছে অপমানিত হোয়। ব্যাংকে একাউন্ট খুলতে গেলে স্বাক্ষর জানিনা বলে হিসাব খুলতে পারেনী। সমিতি থেকে লোন তুলতে গেলে টিপ সহি দিলে সমিতির ম্যানেজার স্যার খুব বকে ছিল। তারপর আমার জিদ হল আমি এ বয়সে পড়ালেখা করব। তারপর এই বছর আমি জে জে ইন্টাঃ স্কুলে প্লে ক্লাসে ভর্তি হয়েছি।

জে জে ইন্টারন্যাশনাল স্কুলের হেডমাষ্টার ইতিমা খাতুন বলেন রেক্সনার সাহস ও ধোর্য দেখে আমরা অবাক হয়ে যায়। সে কখনও ক্লাস কামায় দেয়না ক্লাসে কোলমমতি ছাত্র ছাত্রীদের সাথে মিলেমিসে ক্লাস করে। তার স্বামী ও শশুর বাড়ী থেকে তাকে লেখা পড়ার জন্য উৎসাহ দেন।

রেক্সোনা বলেন আমার স্বামী একজন কৃষক আমার ইচ্ছা যতদুর পারি পড়ালেখা করব। আগে অনেকে আমার দেখে হাসতো এখন গর্ব করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button