ঝিনাইদহের কৃতি সন্তান ডা. মিজানুর রহমান
শৈলকুপার কৃতি সন্তান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডা. মিজানুর রহমান ।
মো. মিজানুর রহমান শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন । ঝাউদিয়া গ্রামের মো. আনছার আলী ও রহিমা খাতুনের তিন সন্তানের মধ্যে তিনি প্রথম। নিজ গ্রাম ঝাউদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয়।
পরবর্তিতে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৭ সালে এস এস সি ও শৈলকুপা কলেজ হতে ১৯৮৯ সালে এইচ এস সি পাশ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ও ইসলামী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
চাকুরীর শুরুতে সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করেন। পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। কর্মকালীন সময় দেশে বিদেশে ( নেপাল, ফিলিপাইন , মালয়েশিয়া) বেশ কয়েকটি প্রশিক্ষণ গ্রহণ করেন।
ব্যক্তিজীবনে মো. মিজানুর রহমান দুই পুত্র সন্তানের জনক। প্রথম পুত্র বরিশাল ক্যাডেট কলেজে অধ্যায়নরত। সহধর্মিনী লিখনী ইয়াসমিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন।
আমরা তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।