ঝিনাইদহের কৃতি সন্তান শারমীন সুলতানা
ব্যাণ্ডদল “চিরকুট” এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিল্পী সুমি আমাদের ঝিনাইদহের সন্তান।
বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী ব্যাণ্ডদল “চিরকুট” এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিল্পী শারমীন সুলতানা সুমি। শারমিন সুলতানা সুমি শৈলকুপার পাঁচ পাখিয়া গ্রামের মরহুম মকবুল হোসেন এর কন্যা। তার মায়ের নাম শেলি খাতুন।
শৈলকুপার দামুকদিয়া তার মামাবাড়ি। দামুকদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম শওকত আলী বিশ্বাস, উমেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ওয়াজেদ আলী দুদু বিশ্বাস এবং সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার রহমত আলী মন্টু তার মামা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আই আর এ পড়ালেখা শেষ করে এ্যাডফার্মে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কর্মরত। পাশাপাশি ‘চিরকুট” ব্যান্ড দল বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শিল্পী। পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে সুমি ৬ষ্ঠ। বাবা খুলনায় জুটমিলে চাকুরী করতেন সে সুবাদে তার শৈশব, কৈশোর কেটেছে খুলনা শহরে। এখন সবাই ঢাকার গুলশান নিকেতনে বসবাস করেন।
শারমীন সুলতানা সুমি চিরকুট ব্যাণ্ডদল এর হয়ে দেশে বিদেশে নিজেকে মেলে ধরেছেন। বাংলাদেশের সংগীত আকাশে তিনি এক উজ্জল নক্ষত্র।