ঝিনাইদহে বাড়িঘর ভাংচুর, লুটপাট
অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত একজনের অবস্থা আশংকাজনক, তাকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
আজ সকালে শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শৈলকুপার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাব্দার হোসেন মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। আজ সকালে বাবুলের সর্মথকরা সাব্দার মোল্লার সমর্থক আমজেদ মোল্লাকে কুপিয়ে আহত করে। তাকে ঝিনাইদহ সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসবের জের ধরে সকাল থেকে দফায় দফায় সাব্দার মোল্লার সমর্থকরা ব্রাহিমপুর গ্রামের বাবুলের সমর্থকদের ১০ টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে।
এস আই আতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।