ঝিনাইদহে বিএনপির চার নেতা গ্রেফতার

ঝিনাইদহে নাশকতার মামলায় শৈলকূপা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টায় জেলা শহরের আরাপপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রসঙ্গে শৈলকূপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, ঘটনার দিন রাতে শৈলকূপা থানা বিএনপি নেতাকর্মীরা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় এলাকায় বসে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
ওসি আরও জানান, সে সময় এলাকাটি থেকে শৈলকূপা থানা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক আকুলসহ দলটির কর্মী আবু সাইদকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।