ঝিনাইদহে দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল মুদি দোকান

ওয়ালিউল্লাহ, ঝিনাইদহের চোখঃ
শৈলকুপায় দূর্বত্তের দেওয়া আগুনে পুড়ে গেল মুদি দোকানের ৭ লাখ টাকার মালামাল বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মীনগ্রামের সাবেক সেনাসদস্য মুহাম¥দ কামরুজামান ৬/৭ মাস পূর্বে শৈলকুপার কবিরপুর জামে মসজিদের সামনে একটি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।
দোকান মালিক কামরুজ্জামান জানান, ঘর ভাড়া নিয়ে মূদি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি । আমি দোকানের পণ্য বাকি বিক্রয় করি না, যে কারণে কিছু লোক আমার প্রতি অসস্তোষ ও ক্ষিপ্ত হয়ে ওঠে । সম্প্রতি পাশের এক দোকানদারের সাথে বাক বিতন্ডা হয়।তার কয়েকদিন পর একটি টেলিটক নাম্বার থেকে আমাকে জীবন নাশের হুমকি দিয়ে বলে, তুই এক সপ্তাহের মধ্যে দোকান ছেড়ে দিবি, তা না হলে দোকান পুড়িয়ে দেয়া হবে। তার জের ধরে বুধবার দিবাগত রাতে আমার দোকানে দূর্বত্তরা আগুন ধরিয়ে দেয়।দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ভুষ্মিভ’ত হয়ে যায়। স্থানিয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে আমি থানায় অভিযোগ দেব।
শৈলকুপা ফায়ার সার্ভিস এস ও আক্কাস উদ্দিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রনে আনি।