মাঠে-ময়দানে

আন্তজেলা জাতীয় মহিলা কাবাডিতে ঝিনাইদহ রানার্সআপ

এলিস হক, ঝিনাইদহের চোখঃ
জোন পর্যায়ের তিন দিনব্যাপী জেলা ও আন্তজেলা জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় নড়াইল জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার বিকেলে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যাবস্থাপনায় এ প্রতিযোগিতা হয়।
ফাইনালে নড়াইল জেলা দল ৪০-১৭ পয়েন্টে ঝিনাইদহ জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খুলনা বিভাগের ডিআইজি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি ডিসি আনজুমান আরা, এএসপি মো. শরফুদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস প্রমুখ।

এসময় জেলা পুলিশের কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

১৫ মার্চ থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, পিরোজপুর, মাগুরা, বাগেরহাট, বরিশাল ও স্বাগতিক নড়াইলসহ ১০টি মহিলা কাবাডি দল অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button