শৈলকুপা

ঝিনাইদহের কৃতি সন্তান ডা. কাজী খাদেমুল ইসলাম

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপার কৃতি মানুষ, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাবেক এমপি ডা. কাজী খাদেমুল ইসলাম (শিশু ডাক্তার)।

১৯৯০ সালের ২৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। ১৯৭০ সালের নির্বাচনে (প্রাদেশিক পরিষদে) তিনি এমপি নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালিন সময়ে এবং বাংলাদেশ গঠিত হওয়ার পরও তিনি ছিলেন শৈলকুপার নির্বাচিত জনপ্রতিনিধি।

শৈলকুপায় শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ করে শৈলকুপা কলেজ প্রতিষ্ঠায় ও শৈলকুপা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মহান এই মানুষটি ১৯২৫ সালে শৈলকুপার বাখরবা গ্রামে জন্মগ্রহণ করেন। ১২ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর পিতা কাজী মফিজুল ইসলাম ছিলেন এতদ্বঞ্চলের একজন খ্যাতনামা পীর এবং ইসলামী চিন্তাবিদ। শৈলকুপার মজুমদার পাড়ায় কাজীর বাসা নামে পরিচিত বাড়িটিতে তাদের পরিবার এখনো বসবাস করেন।

কাজী খাদেমুল ইসলাম ১৯৪২ সালে শৈলকুপা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতা হোমিওপ্যাথিক কলেজে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে পাশ করেন। ১৯৪৮ সালে তিনি কলকাতার বিখ্যাত “ক্যাম্পবেল” কলেজ থেকে এল এম এফ পাশ করেন এবং চিকিৎসক হিসাবে শৈলকুপা থানা সদরে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের শুরু থেকেই তিনি সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। তিনি ছিলেন শৈলকুপা থানা আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক।

মহান এই মানুষটিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button