দেখা-অদেখা

বৈশাখের ছুটিতে ঘুরে আসুন বঙ্গবন্ধু সাফারি পার্ক

ঝিনাইদহের চোখঃ

বঙ্গবন্ধু সাফারি পার্ক

বঙ্গবন্ধু সাফারি পার্কটি ঢাকার অতি কাছে গাজিপুরে অবস্থিত। জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩,৬৯০ একর জায়গা জুড়ে এটি গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণীদের বিচরণ দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে পাখিশালা, অর্কিড হাউজ, লেক জোন, বোটিং, জিরাফ ফিডিং স্পট, প্রজাপতি সাফারি, এগ ওয়ার্ল্ড এবং প্রকৃতিবীক্ষণ কেন্দ্রের মতন আকর্ষণীয় স্থান। সারাদিন পরিবার নিয়ে কাটিয়ে আসার মতন একটি জায়গা বঙ্গবন্ধু সাফারি পার্ক। এখানে বাঘের মুক্ত বিচরণ, সিংহের খাবার সংগ্রহ কিংবা পৃথিবীর বিখ্যাত সব প্রাণীদের চলাফেরা দেখতে পারবেন প্রাণ ভরে। তবে এসব কিছুই আপনাকে দেখতে হবে গাড়িতে চড়ে। দুটি জিপ আর দুটি বাসে চড়ে দর্শনার্থীরা মুক্তভাবে বিচরণ করা বন্য প্রাণীদের অবলোকন করতে পারে। এখানে বাঘ থেকে শুরু করে আফ্রিকান চিতা, গয়াল, সাম্বার, ভাল্লুক এবং হরিণ সহ অনেক প্রাণীকেই খোলা পরিবেশে দেখতে পাবেন।

সাফারি পার্কের ভেতরেই টাইগার রেস্তোরাঁ এবং সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁয় বসে খেতে খেতে কাঁচের ওপাশে দেখতে পাবেন সিংহ এবং বাঘের ঘুরাঘুরি। পার্কে প্রবেশ করতে প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা ফি রাখা হয়েছে। ময়মনসিংহগামী যেকোনো বাসেই যেতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্কে। গাজীপুর চৌরাস্তা থেকে অল্প দূরে বাঘের বাজার নামে একটি বাজার পাওয়া যাবে। সেখানে নেমে রিকশা বা অটোরিকশায় করে ২০ টাকা ভাড়াতে সহজেই পৌঁছে যেতে পারেন বঙ্গবন্ধু সাফারি পার্কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button