শৈলকুপা ডায়াবেটিক হাসপাতাল চিকিৎসা কার্যক্রম শুরু

#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
শৈলকুপা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকালে।
শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যানের পুরাতন অফিসে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহা: উসমান গনি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ঝিনাইদদহ জেলা শাখার সভাপতি মীর নসির উদ্দিন, ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. বাহারুল ইসলাম, ্ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. রেহানা পারভীন ও হাসপাতালের জমিদনকারি গোলাম ছরোয়ার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি মোহা: উসমান গনি বলেন, ডায়াবেটিস যেহেতু একটি মারাত্মক রোগ, এটি চিকিৎসায় বেশি সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সরকার যেহেতু রোগিদের সেবা নিশ্চিত করতে ডায়াবেটিস হাসপাতালের রোগিসহ সব চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছে, ধৈর্যের সাথে চিকিৎসা করালে অল্পদিনেই সুফল পাওয়া যাবে। চিকিৎসার পাশাপাশি রোগির অভ্যাস পরিবর্তণ ও নিয়মিত ব্যায়াম করারও বিকল্প নেই বলে তিনি মনে করেন। উদ্বোধনী দিনে ১১৩জন রোগিকে ডায়াবেটিসের চিকিৎসা ও ব্যবস্থাাপত্র দেয়া হয় বলে আয়োজকরা জানান।