মাঠে-ময়দানে

স্পিন কোচ হয়ে আসছেন কিংবদন্তি ভেট্টোরি

#ঝিনাইদহের চোখঃ

হিথ স্ট্রিক বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার পরে অনেক প্রত্যাশা নিয়ে কোচ করা হয়েছিলো কোর্টনি ওয়ালশকে। বোলার হিসেবে দুর্দান্ত ছিলেন এই ক্যারিবিয়ান।

কিন্তু কোচ হিসেবে মোটেও সফল ছিলেননা ওয়ালশ। তার কোচিংয়ে বাংলাদেশ দল হারিয়েছে বোলিং করে প্রতিপক্ষকে ভড়কে দেয়ার সক্ষমতা। তাই প্রধান কোচের সাথে এ পদ যে হারাচ্ছেন ওয়ালশ তা এক প্রকার অনুমিতই ছিলো। বিশ্বকাপের পরে ওয়ালশও বাংলাদেশে আসেননি এ কথা বুঝতে পেরেই হয়তো।

স্পিন কোচেও পরিবর্তন ছিলো সময়ের ব্যাপার মাত্র। স্পিন কোচ হিসেবেও নিয়োগ দিয়েছে বিসিবি। সাকিব, মিরাজদের কোচ হিসেবে এবার আসছে কিংবদন্তী স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চার্ল লেঙ্গেভেল্টকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৭ জুলাই) মিরপুরের বিসিবি কার্যালয়ে এক সভায় শেষে এই সিদ্ধান্তগুলো জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ল্যাঙ্গেভেটের সঙ্গে মূলত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কাজ করতে চায় বিসিবি। তবে এরপর চুক্তি বাড়িয়ে নেওয়া হবে। আর বাংলাদেশের আগামী ভারত সফর থেকে কাজ শুরু করবেন ভেট্টরি। তবে বাঁহাতি এই স্পিনার তার দুই বছর মেয়াদের মধ্যে মোট ১০০ দিন কাজ করবেন।

ল্যাঙ্গেভেল্ট এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন। আর ভেট্টরি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কোচিং করিয়েছেন।

সর্বশেষ বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ। তবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর ক্যারিবীয় কিংবদন্তি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button