ক্যাম্পাস

ইবিতে ‘সমাজকর্মের মাঠকর্ম’ শীর্ষক সেমিনার

#ঝিনাইদহের চোখঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সমাজকর্মের মাঠকর্ম’ বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমাজকর্ম বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু। স্বাগত বক্তা ছিলেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক অশোক কুমার সরকার ও একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইন্দ্রনীল সরকার। সেমিনারে বক্তারা সমাজকর্মে মাঠকর্মের গুরুত্ব ও বিভিন্ন কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button