ইবিতে ‘শ্রম অধিকার’ বিষয়ে পিএইচডি সেমিনার
অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘শ্রমিকদের অধিকার বাস্তবায়নে শ্রমআদালতের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আইন অনুষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামের তত্তাবধায়নে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন।
জানা যায়, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেলিম তোহা। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মÐলের সঞ্চালনায় এসময় আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন আইন বিভাগের জ্যৈষ্ঠ অধ্যাপক ড. জহুরুল ইসলাম ও ড. আব্দুল করিম খান।
পিএইচডি সেমিনারে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, ড. আবু বকর জাকারিয়া মজুমদার, ড. নুরুল ইসলাম, ড. হালিমা খাতুন, সহযোগী অধ্যাপক ড. মাহবুব-বিন শাহজাহান, ড. মুন্সি মুর্তুজা আলী, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, আনিচুর রহমান, আলতাফ হোসেন, প্রভাষক মেহেদী হাসান, ইবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান শুভ্র প্রমুখ।