ক্যাম্পাস

ইবিতে ‘ডি’ ইউনিটের পরিবর্তিত সাক্ষাৎকার ২৫ জানুয়ারি

অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঝিনাইদহের চোখঃ

ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে তৃতীয় অপেক্ষামান তালিকার সাক্ষাৎকারের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সোমবার (২০ জানুয়ারি) ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ১৮ জানুয়ারী ‘ডি’ ইউনিটের তৃতীয় অপেক্ষামান তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রথম, তৃতীয় ও চতুর্থ শিফটের আগামীকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে আজ সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২১ জানুয়ারীর পরিবর্তে আগামী ২৫ জানুয়ারী পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে সকাল ১১টা থেকে সাক্ষাৎকার নেয়া হবে। মোট চারটি শিফটের যাদের বিভাগীয় শর্ত পূরণ হয়েছে শুধুমাত্র তারা সাক্ষাৎকার দিতে পারবে। অপেক্ষামান তালিকার প্রথম শিফটে ৪১৩ থেকে ৫১২, দ্বিতীয় শিফটে ৩৫৬ থেকে ৪৪৫, তৃতীয় শিফটে ৫০৩ থেকে ৬৫০ এবং চতুর্থ শিফটে ১৫১ থেকে ২০০ পর্যন্ত আহŸান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button