ক্যাম্পাস

তুরস্কে অধ্যয়নের সুযোগ পাবেন ইবি শিক্ষার্থীরা

অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঝিনাইদহের চোখঃ

তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি সম্পাদন করেছে বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এর মাধ্যমে ইবি’র শিক্ষক-শিক্ষার্থীরা কাফকাস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

শনিবার উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিকট স্বাক্ষরিত চুক্তিনামা হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

জানা গেছে, এই চুক্তির ফলে আগামী ৫ বছর বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষকÑশিক্ষার্থী বিনিময় করবে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ‘মেভলোনা এক্সচেঞ্জ প্রোটোকল’ এর আওতায় উচ্চশিক্ষা ও গবেষণা করতে পারবেন। ১৩টি বিভাগে ইবি’র শিক্ষক-শিক্ষার্থীরা এ উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

বিভাগগুলো হলোÑ ইংরেজী, ভাষা ও সাহিত্য, আরবী ভাষা ও সাহিত্য, বিজনেজ স্টাডিজ এন্ড ম্যানেজমেন্ট সায়েন্স, অর্থনীতি, গণিত, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান, চারুকলা, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি ও এনভায়রোনমেন্টল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের।

চুক্তিনামা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এসএম আবদুল লতিফ, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২০২৫ সাল পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। এই প্রজেক্টের যাবতীয় খরচ কাফকাস বিশ্ববিদ্যালয় বহন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button