শৈলকুপা

শৈলকুপায় ভূমি রেজিষ্ট্রেশন সম্পর্কে সচেতনতামূলক সভা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় ভূমি রেজিষ্ট্রেশন সম্পর্কে জনÑসচেতনার লক্ষে “মুজিব বর্ষের অঙ্গিকার, সাব-রেজিষ্ট্রার হবে জনতার” শ্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শৈলকুপা উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে আলোচনা সভায় সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন দলিল লেখক আক্তারুজ্জামান খান মনির। অনুষ্ঠানে বক্তাগণ বর্তমান সরকারের বিভিন্ন সফলতার দিক তুলে ধরেন এবং শৈলকুপা সাব রেজিষ্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য’র তৎপরতায় ৭ দিনের মধ্যে সম্পাদিত দলিল ডেলিভারীর বিষয়টি নজরে নিয়ে আসেন। ডিজিটাল সেবার অংশ হিসেবে দেশের প্রথম শৈলকুপা উপজেলায় এ দলিল বিতরনকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।

জনভোগান্তি দূর করে সকল অনিয়ম ব্যতিরেখে দলিল সম্পাদনের জন্য শৈলকুপা সাবরেজিষ্ট্রি অফিসে বেশকিছু নতুনত্ব নিয়ে এসেছেন বর্তমান কর্মকর্তা। জমি ক্রয়-বিক্রয়ের পূর্বে ১৮টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা সম্বলিত ব্যানার শহরের বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, কালি প্রসাদ,শাহানা পারভীন শেলী,প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button