হরিনাকুন্ডু

হরিণাকুন্ডু আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাবাণীপূর, গাংপাড়া গ্রামে আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ রুকু মোল্লার পরিবারের পাশে দাড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। সোমবার দুপুরে তিনি ঐ পরিবারের সদস্যদের মাঝে পরিধানের শাড়ী লুঙ্গী সহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।

এসময় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম , বদর উদ্দীন মোল্লা , আনোয়ার হোসেন মোল্লা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । রুকু মোল্লা ঐ গ্রামের ইবাদৎ হোসেন মোল্লার পুত্র ।

রুকু জানায় সোমবার ভোর আনুমানিক ৬ টায় তার স্ত্রী বনি খাতুন গ্যাসের চুলাই ডিম সিদ্ধ করতে গেলে চুলা থেকে আগুনের উৎপত্তি হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্র সহ সমস্ত মালামাল ভষ্মিভূত হয়ে যায় ।

খবর পেয়ে ফায়ার স্টেশন লিডার শেখ আব্বাস আলীর নেতৃত্বে অগ্নীনির্বাপক দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে । এঘটনায় ঐ পরিবারের লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে রুকুর পিতা ইবাদৎ মোল্লা ও স্টেশন লিডার জানিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button