ঝিনাইদহে ১২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক
ঝিনাইদহের চোখ-
শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১৮-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেজিয়া একাশিপাড়া মোড় কাশেম মিয়ার ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ১২ জনকে (পুরুষ- ০৪ জন, নারী- ০৪ জন এবং শিশু- ০৪ জন) (এক) দীনবন্ধু সরদার (৫৮), পিতা- মৃত হরিপদ সরদার, (দুই) পারুল রানী (৫০), স্বামী- দীনবন্ধু সরদার, (তিন) সান্তানা (১৪), পিতা- দীনবন্ধু সরদার, (চার) সুমন সরদার (৩৩), পিতা- দীনবন্ধু সরদার, (পাচ) তমা সরদার (১৮), স্বামী- সুমন সরদার, (ছয়) সুরভী রানী (২০), পিতা- দীনবন্ধু সরদার, সকলের গ্রাম- পাপরাইল, পোঃ ছয়দাও, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুর, (সাত) জেসমিন আক্তার (৩০), পিতা- মোঃ ইউনুছ, (আট) ছেনুয়ারা (১৩), (নয়) মোঃ মেহেদী হাসান (১১), (দশ) মোঃ ইয়াছিন (১০), সকলের মাতা- জেসমিন আক্তার, (এগারো) মোঃ কামাল হোসেন (৩৫), পিতা- মৃত গোলাম রশিদ, সকলের গ্রাম- করুপপাতা ঝিরি, পোঃ ডুলাহাজরা, থানা- লামা, জেলা- বান্দারবান, (বারো) সানী সরকার (৩২), পিতা- মৃনাল কান্তি সরকার, গ্রাম- শাখারী বাজার, পোঃ ঢাকা-১১০০, থানা- কোতয়ালী, জেলা- ঢাকাকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।