জানা-অজানাটপ লিডদেখা-অদেখাহরিনাকুন্ডু

ঝিনাইদহ হরণিাকুন্ডে অমিক্রনের ভয়াবহতা ঠেকাতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডর উপজেলার বিভিন্ন বাজারে অমিক্রনের ভয়াবহতা রোধে জনসাধারণের সচেতন করতে হাত মাইক যোগে প্রচারণা সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুলবাড়ীয়া, আর্শীনগর, সাতব্রীজ পোড়বটতলা, কালীতলা, ভবানীপূর বাজার সহ বিভিন্ন বাজারে ও মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, সরকারী বিধিনিষেধ অমান্য করা, সামাজিক দূরত্ব বজায় রেখে না চলা, মাস্ক পরিধান না করার অপরাধে ৭টি মামলার বিপরীতে ৭জনকে ১৮শত টাকা জরিমানা করা হয়।

এসময় তিনি হাতমাইক যোগে জনসাধারণের এই ঘাতক করোনার অমিক্রন ধরণের ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষাপেতে সরকারি আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন। তিনি আরও বলেন, এই অমিক্রন ধরণের ভাইরাসের হাতথেকে সাধারণ মানুষকে বাচাতে প্রশাসন আগামীতে আরও কঠোর ভূমিকা পালন করবে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালোনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button