শ্রদ্ধা-ভালোবাসায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
রানা আহম্মেদ অভি, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় অন্যান্য উদাহরণ রেখতে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাঁটার মধ্যে দিয়ে বাঙালি জাতির পিতার প্রতি জানানো হয়েছে শ্রদ্ধা। করা হয়েছে দোয়া ও মোনাজাত। অফিস সময় পযর্ন্ত হয়েছে আলোচনা সভা।
অনুষ্ঠানে কলেজে অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন, রবিউল লাভলু, এম এ কবির, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল লতিফসহ কলেজের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।
এসময় কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন বলেন, বাঙালি জাতির পিতার আর্দশ মেনে ও লালন করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু না থাকলে হয়তো আমাদের আজও পরাধীন থাকতে হতো। মহানায়কের ১০২তম জন্মদিবসে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছি।