ক্যাম্পাস

ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বই উৎসব

ঝিনাইদহ চোখ-
জাহেদী ফাউন্ডেশনের বিশেষ প্রতিষ্ঠান ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নতুন বই প্রদান করা হয়েছে। আজ সকালে ঝিনাইদহ শহরস্থ বিদ্যারয় প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

জানাযায়, সারাদেশের ন্যায় মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের অটিজম শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুসহ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষক, অভিভাবকসহ কমকর্তাবৃন্দ।

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের অন্যতম বিশেষ প্রতিষ্ঠান মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় । তারা যে পরিবার বা সমাজের বোঝা নয় তা তারা প্রমান করছে ।

তিনি যোগ করেন, ২০১১ সালে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে ১০৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন । ৩০ জন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নিয়মিত তাদের দেকভাল করছেন । জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পরিকল্পনা বর্তমানে বিদ্যালয়টি অনাবাসিক হলেও ভবিষ্যতে আবাসিক করা হবে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উন্নত ও আধুনিক শিক্ষাগ্রহনের জন্য তিনি এ বছরেই প্রায় দেড় কোটি টাকার শিক্ষা উপকরণ প্রদান করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button