শৈলকুপা

কিডনি রুগি হোটেলকর্মীর পাশে “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি”

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-

 

“শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি” অসচ্ছল, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনটির কাজ। বিপদে আপদে নিরলস পরিশ্রম সেইসাথে আর্থিক সহায়তা দিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা’র একদল স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত, এ সময়কার সবচেয়ে আলোচিত ও ব্যতিক্রমধর্মী এ সংগঠন। একেরপর এক নানা কর্মকান্ডের মধ্যে কিডনি আক্রান্ত ‘জীবন অধিকারী’ নামের একজন অসহায় হোটেলকর্মীর জীবন বাঁচাতে আর্থিক সহায়তা প্রদান করেছে। জীবনের বাড়ি পৌর এলাকার ঝাউদিয়া এলাকায়।

সোমবার সন্ধা ৬টায় শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজিয়া আক্তার চৌধুরী’র হাত দিয়ে গুষ্টিটি অসুস্থ জীবন এর হাতে ১,৬৭,০০০/- ( একলক্ষ সাতষট্টি হাজার) টাকা প্রদান করে।

সামাজিক যোগাযোগ প্লাটফর্মে সংগঠনটির নাম একটু ভিন্নমাত্রিক হলেও গত দেড় বছরে তারা শৈলকুপায় নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য- সাপে কাটা রোগীদের হাসপাতালে চিকিৎসা গ্রহণে সচেতনতা সৃষ্টি এবং আত্মহত্যা প্রতিরোধে নানারকম কর্মকান্ড। এ ছাড়াও সংগঠনটি বিলুপ্তপ্রায় আঞ্চলিক শব্দসমূহ উদ্ধার এবং সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় প্রধান অতিথি জনাব রাজিয়া আক্তার চৌধুরী ছাড়াও গুষ্টি’র এডমিন – খোন্দকার মোঃ গোলাম ফারুক, সাকিবুল ইসলাম সজীব, প্রধান পরামর্শক ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গোলাম সরোয়ার, রেজাউল করিম বিপ্লব, প্রকাশ কুমার, ফিরোজ আহম্মেদ, মশিউর রহমান, কাজী সাইফুল ইসলাম, নুরুজ্জামান কোয়েল, জেড এম মনিরুজ্জামান মিলন,রানা পারভেজ, মোঃ রোকনুজ্জামান রোকন, মাসুম পারভেজ, স্বপ্না ইশরাত, পূর্ণতা ফিরোজ, মোঃ খাইরুল ইসলাম, লিটন হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মনিবুর রহমান আঁখি, পিকুল হোসেন, মাসুদ মুন্সী, ইমরান হোসেন, স্বর্ণালি, আজিজুর রহমান মালা, সোহানুর রহমান, মোঃ খলিলুর রহমানসহ সংগঠনটির অন্যান্য পরিচালক ও পরামর্শকবৃন্দ বিভিন্ন মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।

গুষ্টি’র প্রতিষ্ঠাতা এডমিন ফারুক মাষ্টার এর নিকট সহায়তা প্রদানে অর্থের উৎসের কথা জানতে চাইলে তিনি জানান, গুষ্টিতে প্রায় সতেরো হাজার সদস্য আছে। এর মধ্যে অনেকেই দেশে এবং দেশের বাইরে থাকে। আমাদের গুষ্টি’র মানবিক সদস্যরাই এ অর্থের যোগান দেয়। প্রবাসী নাসিরুজ্জামান জোহান, এরশাদ আলী, মেহেদী হাসান, মোঃ রফিক, জামির হোসেন, মিজানুর রহমান, মোঃ মোস্তাক আহমেদ, গোলাম রসুলসহ আরও অনেকে আছেন যারা মানবিক সকল কর্মে আর্থিক সহায়তা করে থাকেন। দেশের মধ্যে – মোঃ বেল­াল হোসেন, সোহেল রানা, মেহেদী হাসান, খন্দকার আতিকুজ্জামান শাহীন, টিপু সুলতান,তপুঘোষ, সেঁজুতিসহ গুষ্টির অনেক মানবিক পরিচালক এবং পরামর্শক রয়েছেন, যারা নিয়মিত আর্থিক সহায়তা করে থাকেন। তাছাড়া কোনো শিল্পীপতি কিংবা অন্যান্য কোন উৎস থেকে এ সহায়তা গ্রহণ করা হয় না। আর যখন যে যতটুকু সহায়তা প্রদান করেন – তার নাম এবং সাহায্যের পরিমান পোস্ট করে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button