ক্যাম্পাসধর্ম ও জীবন

ইবিতে আল-হাদীস বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

রানা আহম্মেদ অভি, ইবি, ঝিনাইদহ চোখ-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিটি বিভাগের মতো নবীনদের পদচারণায় মুখরিত আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বুধবার (৮ ফেব্রুয়ারি) ) নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এসময় নবাগত শিক্ষার্থীদের ফুল, নোটবুক ও কলম উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভাগীয় কর্তৃপক্ষ। শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক আলোচনা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান।
অনুষ্ঠানটি আবু সালেহ মুহিতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ, প্রফেসর ডঃ মো:জাকির হুসাইন,প্রফেসর মোঃ নাসির উদ্দিন, প্রফেসর ডঃ মোঃ আ হ ম  নুরুল ইসলাম, প্রফেসর ডঃ মোঃ অলিউল্লাহ, প্রফেসর ডঃ মোঃমুজাহিদুর রহমান, অধ্যাপক  মোহাম্মদ আবু তোরাব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এছাড়া নবীনদের বরণ করে নেওয়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। তিনি বলেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাগতম। তোমরা স্মার্ট বাংলাদেশের ছাত্র ছাত্রী । তোমাদেরকে বিশ্ববরেন্য হওয়ার কঠোর পরিশ্রমী হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button