টপ লিডমহেশপুর

ঝিনাইদহ সীমান্তে বিরল প্রজাতির ৪৭টি ষ্টার টারটেল জব্দ

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ সীমান্তে বিদেশী প্রজাতির ৪৭টি কচ্ছপ জব্দ করেছে ৫৮ বিজিবি । আজ দিবাগত রাত ২ টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির জওয়ানরা বিদেশি প্রজাতির এ কচ্ছপগুলো উদ্দার করে ।

৫৮ বিজিবি পরিচালক মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিদেশী প্রজাতির কচ্ছপ ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় বিদেশী প্রজাতির ৪৭টি ( বড়-০৪টি, মাঝারী-০৭টি এবং ছোট-৩৬টি) কচ্ছপ আটক করে।

তিনি আরো জানান, উক্ত কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমোদন ব্যতিত এক দেশ হতে অন্য দেশে পাচার করার অপরাধে জব্দ করা হয়। পরে জব্দকৃত কচ্ছপগুলো খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে। আটককৃত কচ্ছপ এর সিজার মূল্য ৩,৯১,০০০/-( তিন লক্ষ একানব্বই হাজার) টাকা ।

খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান, এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশের কোথাও পাওয়া যায় না । এটি একমাত্র ভারতে হয়ে থাকে । কচ্ছপগুলোকে ইন্ডিয়ান ষ্টার টারটেল নামে পরিচিত। সাধারণত চোরাকারবারিরা বাংলাদেশে অথবা বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করে অন্য দেশে এটিকে পাচার করে।

তিনি আরো জানান, ৪৭টি কচ্ছপের মধ্যে ১টি মারা গেছে আর ৪৬টি এখনও বেচে আছে। আমরা এগুলোকে নিয়ে বিশেষায়িত এলাকা বিভিন্ন সাফারী পার্কে এগুলোকে ছেড়ে দেব। যেখানে তারা তাদের স্বাভাবিক জিবণ যাপন করতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button