শৈলকুপাায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
“ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে নিয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ প্রহন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কবি ননি গোপাল বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা প্রমুখ এবং স্বাগত বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম।