হরিনাকুন্ডু

হরিণাকুন্ডে শিক্ষার্থীদের ওপেন মোবাইল গেম-কার্ড-ক্যারাম খেলা বন্ধ

ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা আইনশৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন, হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আবু আজিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা বেগম, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দীন, ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মঈন উদ্দীন, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম প্রমুখ।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, ফসলি জমির মাটি কাটার ব্যাপারে ব্যবস্হা গ্রহন, এক মাস পার হলেও উপজেলা মোড় থেকে মোটর সাইকেল চুরির ব্যাপারে কোন তথ্য উদঘাটন না হওয়া, শিক্ষার্থীসহ সকলের ওপেন তাস কার্ড খেলা, অনলাইন জুয়া ও ক্যারাম খেলা বন্ধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button