ইবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ২৭ জন ভর্তিচ্ছু
অনি আতিকুর রহমান, ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বীতা করবে ২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হলে পরীক্ষা টেকনিক্যাল উপ-কমিটি ২০১৯-২০ এর সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এ তথ্য জানান।
পরীক্ষা কমিটি সূত্রে, গত ২ সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ১ অক্টোবর শেষ হয়েছে। এ বছর ৩৪ টি বিভাগে ২ হাজার ৩০৫ আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৬১ হাজার ৯৪২টি।
‘এ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে লড়বে ২৭ হাজার ৬৩৭ জন ভর্তিচ্ছু, ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে ২ হাজার ৭৬৩ জন , ‘সি ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০ জন এবং ‘ডি’ ইউনিটে ৫৫০ টি আসনের বিপরীতে ২৩ হাজার ১৫২ জন। ৪ টি ইউনিটের আসনপ্রতি প্রতিদ্বন্দ্বীতা করবে যথাক্রমে ৯, ২৬, ২০ ও ৪২ জন ভর্তিচ্ছু।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে অনলাইনে প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। এবার ৮টি অনুষদে মোট ৩৪টি বিভাগে ৪টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৫ নভেম্বর।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) থেকে জানা যাবে।