শৈলকুপা
ঝিনাইদহে ইঞ্জিনিয়ার মেয়ের জীবন বাঁচাতে বাবার আকুতি!!
ইঞ্জিনিয়ার মেয়ের জীবন বাঁচাতে বাবার আকুতি!!
মিথিলা নামের এই মেয়েটির বাড়ি শৈলকুপায়। তার দুটি কিডনীই ড্যামেজ হয়ে গেছে। সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার চিকিৎসার্থ সাহায্যের জন্য তার বাবা শৈলকুপার সুবিদ্দাহ গোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলাম ফেসবুকে লিখেছেন।
“কতটুকুই বা মেয়েটা আমার! মায়ের মৃত্যু শোকটা কাটতে না কাটতেই নিজের জীবনের মৃত্যুর ঘন্টা শুনতে পাচ্ছে ! ওর দুটো কিডনিই নষ্ট ! ইন্জিনিয়ার হয়েও সবার সাহায্যেই বেঁচে থাকার স্বপ্ন দেখে মেয়েটা আমার!
মিথিলাকে বাঁচান! মিথিলাও বাঁচতে চায়! আপনাদের সামান্য সাহায্যে বেঁচে থাক ওর হাসিটুকু, বেঁচে যাক ওর স্বপ্নগুলো !
সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নং 11415165440 ডাচ বাংলা ব্যাংক, মহাখালি শাখা
মিথিলা স্বপ্নীল রিমা ফোন :01676460576” বিকাশ নম্বর : ০১৭০৩ ৬৪ ৮৩ ৭১