কালীগঞ্জের ইয়াংস্টার ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জের সামাজিক সংগঠন ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে ৩০টি গাছের চারা রোপণ করা হয়েছে। ২২ আগস্ট, শনিবার সকালে কালীগঞ্জ শহরের শোয়াইব নগর মাদরাসা, জংলীশাহ নুরানী মাদরাসা, জংলীশাহ জামে মসজিদ ও ওয়াপদার খাশ জমিতে এই কর্মসূচি পালন করা হয়।
ক্লাবটির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইকবাল হোসেন নয়ন বলেন, প্রকৃতি রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজোন স্তরের ক্ষয়বোধেও গাছ অপরিসীম ভূমিকা পালন করে। তাই আমরা পর্যায়ক্রমে ১০০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।
গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান ক্লাবের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান।
এসময় ক্লাবের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সহ-সভাপতি রিয়াল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইকবাল হোসেন নয়ন, লিটন, মুন্না, শিমন, জীবন, সৌরভ, রকি, মেহেদী, রাতুল, রিদু, শাকিল, হাসান, রিয়াদ, হাসিব, তোহিদ, সাগর, রামিমসহ ক্লাবের অনেকে উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, ইয়াংস্টার ক্লাব কালীগঞ্জের একটি স্বনামধন্য সামাজিক সংগঠন। ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।