ঝিনাইদহের কৃতি সন্তান
শুভ জন্মদিন!!!! শৈলকুপার কৃতি সন্তান, ঝিনাইদহ কেশব চন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিম এর ৫৬ তম শুভ জন্মদিন আজ ২৫ অক্টোবর। জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন।
ড. বি এম রেজাউল করিম শৈলকুপার কামান্না গ্রামের সন্তান। তাঁর পিতার নাম: গোলাম সরোয়ার ও মাতার নাম: সাহেরা খাতুন।
তিনি একজন নজরুল গবেষক। শিক্ষকতার পাশা পাশি তিনি লেখালেখি করেন। “কাজী নজরুল ইসলামের গদ্য ও কাজী নজরুল ইসলামের রাজনৈতিক চেতনা” বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।
বিভিন্ন পত্র পত্রিকা ও জার্নালে তিনি গল্প, কবিতা, প্রবন্ধ ও গবেষণাধর্মী লেখালেখি করে থাকেন। ইতিহাস ভিত্তিক গ্রন্থ “ঐতিহ্যবাহী ঝিনাইদহ” এর সম্পাদক মন্ডলীর সদস্য, এশিয়াটিক সোসাইটির বাংলা পিডিয়া’র ঝিনাইদহ জেলা অংশের লেখক, ” মুক্তিযুদ্ধে ঝিনাইদহ” শীর্ষক বাংলা একাডেমি প্রকাশিত গ্রন্থের তিনি লেখক।
ঝিনাইদহের কৃতি সন্তান, অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম এর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।