ক্যাম্পাস
ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাত ৮ টার দিকে কলেজ অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ কর্ণেল সাদিকুল বারী।
এসময় ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা: জাহিদ আহমেদ, ঝিনাইদহ-৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম, ক্যাডেট কলেজ এ্যাডজুটেন্ট লে.কমান্ডার আসাদুজ্জামান নুর, কলেজের শিক্ষক, এক্স ক্যাডেট, বর্তমান ক্যাডেট এবং ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।