ঝিনাইদহে আনসার ভিডিপি’র সমাবেশ
“শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় আনসার ভিডিপি’র উপজেলা সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি’র ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল হাদী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, আনসার ও ভিডিপি’র ঝিনাইদহ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট এইচ,এম বেলাল, ভোক্তা অধিকারের ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবাল, শৈলকুপা থানার এসআই উত্তম কুমার, উপজেলা আনসার ভিডিপি’র মহিলা প্রশিক্ষিকা রোকেয়া বেগম। সমাবেশ সঞ্চালনা করেন প্রশিক্ষক নজরুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত সকল আনসার ভিডিপি কর্মকর্তা ও সদস্যদেরকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠভাবে দায়িত্ব পালনের বিষয়ে অবহিত করা হয়।