ক্যাম্পাসমাঠে-ময়দানে

ঝিনাইদহ কাঞ্চননগর স্কুলের জয়লাভ

এলিস হক, ঝিনাইদহের চোখঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ইয়ং টাইগার্স প্রতিযোগিতা প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ দল জিতেছে। তারা ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয় দলকে ১৫৩ রানে হারিয়েছে।

আজ রবিবার সকাল সোয়া ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দলনায়ক আমির হোসেন রকি মুদ্রা নিক্ষেপে জয়লাভ করে প্রতিপক্ষ দলনায়ক প্রণয় বিশ্বাসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

সীমিত ৫০ ওভারের একদিনের খেলায় কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ ৪৭.৩ ওভার খেলে ২৮৫ রান তুলে ইনিংস শেষ হয়ে যায়। দলের পক্ষে সাইফুল ৯১ বলে ৯৮ (১৪১ মিনিট, ১৫টি চার ও ১টি ছয়), রিফাত ৫৬ বলে ৫৩ (৬১ মিনিট, ৭টি চার ও ১টি ছক্কা), মেহেদী ১৬, রৌফুন ১৫, ইমন ১১, আব্দুর রহিম অপরাজিত ৮, তন্ময় ৫, অভি ৫, রকি ২, তানভীর ১ ও শৈবাল ০ রান করেন। অতিরিক্ত ৭২।

সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বোলার সিফাত ৪/৩৪, শাহরিয়ার ২/৩৪, হাসিব ১/৩৩।

এর ইনিংসের জবাবে সরকারি বালক উচ্চবিদ্যালয় ৪০ ওভার খেলে সব ক’টি উইকেট খুঁইয়ে ১৩২ রান তুলে আউট হয়ে যায়। দলের হয়ে রান করেছেন যারা-সিফাত ৮৫ বলে ৪৬ রান (৭টি বাউন্ডারী), প্রণয় ১৬, অভিজিৎ ৯, আসিফ ৭, পারভেজ ৫, শাহিন ৫, শাহরিয়ার ৪, হাসিব ৪, অনিক ২, মেহরাজ ২ ও সোহানুর অপরাজিত ০ রান করেন। অতিরিক্ত রান ২৭।

কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের বোলার ইমন ৪/২৫, সাইফুল ৩/১৯, আব্দুর রহিম ১/৪, শৈবাল ১/১৬ ও মেহেদী ১/২০।

উল্লেখ্য যে, গত বছরের ১৬ ফেব্রুয়ারীতে একই প্রতিযোগিতায় কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ সর্বশেষ খেলা কালীগঞ্জের নলডাঙ্গা গভর্নমেন্ট ভূষণ পাইলট স্কুলকে ৫ উইকেটে হারিয়েছিল। সেটাই ছিল তাদের ৩ ম্যাচের প্রথম জয়। এবার বছরের শুরুতে কাঞ্চননগর স্কুল ১৫৩ রানে জয়লাভ করে খেলার শুভ সূচনা করেছে।

এর আগে সকালে এই প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ইয়ং টাইগার্স প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস।

আম্পায়ার : গাজী মোহাম্মদ হাসান কবীর শামীম/শহীদ আল নূর লিবন। স্কোরার : আর.আর. রনি।

ক্যাপশন : গতকাল রবিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানে স্টেডিয়ামে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী দল কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস ও আম্পায়ারবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button