ক্যাম্পাস

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

#ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবধর্ণা দেয়া হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানের আয়োজক ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পুর্ব এশিয়া, অর্থনৈতিক আঞ্চলিক জোট (বিমস্টেক) এর মহাসচিব শহীদুল ইসলাম।

উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠান আয়োজনে সহযোগী ছিল ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের ‘কথন সাংস্কৃতিক সংসদ’ (কসাস)।

অনুষ্ঠান পরিচালনা করেন কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া ও সাধারণ সম্পাদক প্রতাপ অদিত্য বিশ্বাস। আলোচনা সভা শেষে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সদর ও হরিণাকুন্ডু উপজেলার উপজেলার সাড়ে ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button