ক্যাম্পাস

‘একুশ শতকের বড় শক্তি সৃজনশীলতা’

অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের চোখঃ

বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার’র সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘একুশ শতকের সবচেয়ে বড় শক্তি হলো সৃজনশীলতা। বর্তমান বিশে^ যারা যত বেশি সৃজনশীল তারা তত বেশি শক্তিশালী।’ বুধবার ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে অনুষ্ঠিত ‘আবুল মনসুর আহমদের সাহিত্যে সমাজের ধর্মান্ধতা ও শ্রেণিচরিত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবনটা সবচেয়ে সুন্দর জিনিস, এটাকে তোমরা চাইলে কলুষিত করতে পারো আবার অত্যন্ত সুন্দরও করতে পারো। সমাজের শ্রেষ্ঠ লেখক, চিন্তশীল ও দার্শনিক ব্যক্তিদের সাহিত্য ও জীবনী পড়ে সেখান থেকে শিক্ষা নিয়ে তোমাদের জীবনকে সুন্দর ও পরিস্ফুটিত করতে হবে।’

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিতে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক এবং প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘আবুল মনসুর আহমদ ছিলেন আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ। কুসংস্কারমুক্ততা, বঙ্গত্ব ও মুসলমানিত্ব ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। তাঁর মধ্যে বাঙালিয়ানা, মুসলমানিত্বের আদর্শ ছিল কিন্তু তিনি সা¤প্রদায়িকতার উর্ধ্বে ছিলেন। আবুল মনসুর আহমদ গণতন্ত্রে বিশ্বাসী এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও অভ্যুদয়ে তাঁর অবদান অবিস্মরণীয়।’

সেমিনারটি রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের সঞ্চালনায় এতে বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ, তরুণ কবি ও গবেষক আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহŸায়ক ইমরান মাহফুজ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button