শৈলকুপা

ঝিনাইদহ শৈলকুপায় আমন ধান ২৭ টাকা ও চাল ৪০ টাকা দরে সংগ্রহ শুরু

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার থেকে সরকারি পর্যায়ে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে ।

বোরো মৌসুমের সাথে মিল রেখে এবার আমনে এ উপজেলায় ২৭ টাকা কেজি দরে ১১৯৯ মেট্রিক টন ধান ও ৪০ টাকা দরে ৮০৭ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। এ উপলক্ষে বেলা ১২টায় শৈলকুপা ফুড গোডাউনে এক উদ্বোধনি অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালি বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন,খাদ্যকর্মকর্তা হাসান মিয়া,ওসি এল এসডি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, গত বছর আমন ধান-চালের সরকারি ক্রয় দর ছিল যথাক্রমে ২৬ টাকা ও ৩৬ টাকা। এ বছর চালে ৪ টাকা ও ধানে ১ টাকা বাড়ানো হলো।

এছাড়াও উপজেলা পরিষদ চত্তরে ২৮’শ কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধানবীজ ও ১৫’শ কৃষকের মাঝে উফশি জাতের ধান বীজ ও সার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button